কবি- অবশেষ দাশ
বাইশে শ্রাবন প্লাবন ধারায় স্বরণে বরণে ঝরে চেতনার রঙ পান্নাকে ছুঁয়ে উকি দেয় প্রতি ঘরে।
বাইশে শ্রাবণ যেতে চায় মন, সোঁদা মাটি মেঠো গানে না বলা কথায় অজানা কথায়, সুর ওঠে মনে প্রাণে
বাইশে শ্রাবণ সবুজের বন বলে যায় কত কথা ভেজা পথ ঘাট ছাতিমের বাট রচে যায় তার গাথা
বাইশে শ্রাবণ ভাসে প্রতিক্ষণ, বোলপুর জোড়াসাঁকো কে যেন বলে গো হৃদয়ের মাঝে রবিকে জাগিয়ে রাখো